Loading...

তৃতীয় ওয়ানডে ভারতের মুখোমুখি বাংলাদেশ


তৃতীয় ওয়ানডে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সিরিজে টানা তৃতীয়বারের মতো টস জিতলেন লিটন দাস। তামিম ইকবালের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এই ডানহাতি ব্যাটসম্যান নিলেন বোলিং। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ভারত দলেও দুটি পরিবর্তন

চোটের জন্য দুটি পরিবর্তন অনিবার্য ছিল, হলোও তাই। সিরিজ শেষ হয়ে যাওয়া নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও দিপক চাহার স্বাভাবিকভাবেই নেই একাদশ। ওপেনিংয়ে ফিরেছেন ইশান কিষান। শেষ মুহূর্তে দলে আসা রিস্ট স্পিনার কুলদিপ যাদব জায়গা পেয়েছেন একাদশেও।

ভারত একাদশ: ইশান কিষান, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।

বাংলাদেশ দলে দুই পরিবর্তন

দ্বিতীয় ওয়ানডের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় ফিরেছেন গতিময় পেসার তাসকিন আহমেদ। নাজমুল হোসেন শান্তর জায়গায় খেলছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি।

Share if you like

Filter By Topic