Loading...

চৌমুহনীর রেলওয়ে মার্কেটে ফের অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ দোকান

| Updated: January 18, 2023 18:28:45


চৌমুহনীর রেলওয়ে মার্কেটে ফের অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ দোকান

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর রেলওয়ে মার্কেটে ফের অগ্নিকাণ্ডের ঘটেছে; এতে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বুধবার ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, পরে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালী স্টেশনের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র জানান।

ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, ভোরে ফজরের নামাজের সময় মানুষ রেলওয়ে মার্কেটে আগুন দেখতে পান। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। কিন্তু ততক্ষণে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি স্টেশন থেকে ১২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু ততক্ষণে আগুনে ক্রোকারিজ দোকান, খাবার রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও গুদাম ঘরসহ ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্ণ চন্দ্র জানান, “দোকানে নানা দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। টানা দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”

ব্যবসায়ীরা জানান, গত তিন বছরে এ নিয়ে চারবার চৌমুহনী রেলওয়ে মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রতিবারই তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন।

এবারের অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

তবে ফায়াস সার্ভিস জানিয়েছে, আগুনের ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ করা যায়নি।

Share if you like

Filter By Topic