Loading...

ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল বেলারুশ

| Updated: December 30, 2022 22:00:25


ছবি: রয়টার্স ছবি: রয়টার্স

বেলারুশ নিজেদের ভূখণ্ডে ইউক্রেইনের একটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইউক্রেইনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে একথা জানিয়েছে দেশটি।

ইউক্রেইনে রাশিয়ার ভারি বিমান হামলা চলার সময় বেলারুশ এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে বলে জানিয়েছে বিবিসি।

বেলারুশের রাষ্ট্রীয় টিভি ফুটেজে একটি মাঠে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখা গেছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম বেলারুশ ইউক্রেইনের কোনও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ইউক্রেইনের রাষ্ট্রদূতকে বিষয়টি অবহিত করতে ডেকে পাঠানো হয় মিনস্কের পররাষ্ট্রমন্ত্রালয়ে।

বার্তা সংস্থা রয়টার্সকে বেলারুশের মুখপাত্র আনাতোলি গ্লাজ বলেছেন, বেলারুশ ঘটনাটিকে অত্যন্ত গুরুতর হিসাবেই দেখছে। তিনি ইউক্রেইনকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ঘটনার তদন্তে সহায়তা করার জন্য রাশিয়াকে সমর্থন করে না এমন দেশগুলোর বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত তারা।

ইউক্রেইন নিজেদের আকাশের প্রতিরক্ষা এবং সুরক্ষার নিঃশর্ত অধিকারই পালন করেছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।

Share if you like

Filter By Topic