Loading...

আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি

| Updated: December 19, 2022 19:53:13


আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন মেসি

পরম আরাধ্য বিশ্বকাপ জয়ের স্বাদ অবশেষে পেয়েছেন লিওনেল মেসি। তবে এখনই জাতীয় দল থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পরই মেসি জানিয়ে দেন, ফাইনালই বিশ্বকাপে তার শেষ ম্যাচ। রোববারের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।

লম্বা ক্যারিয়ারে শুধু এই একটি অপ্রাপ্তিই ছিল মেসির। ক্যারিয়ারের গোধূলি বেলায় এসে পূরণ হলো তার সেই স্বপ্ন।

অনেকে ভেবেছিলেন, হয়তো তিনি জাতীয় দলকে বিদায় বলে দেবেন। তবে ফাইনালের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে ৩৫ বছর বয়স বয়সী ফরোয়ার্ড বলেন, দেশের জার্সিতে খেলা চালিয়ে যাবেন তিনি।

“আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে চাই আমি।”

লুসাইলের ফাইনালের কিছুক্ষণ পরই আর্জেন্টিনা ফুটবল তাদের টুইটার পেজে তিন তারকা সম্বলিত লোগোর ছবি দিয়েছে। এরপর তাদের জার্সিতেও থাকবে তিন তারকা।

পরের বিশ্বকাপ আসতে আসতে মেসির বয়স হয়ে যাবে ৩৯ বছরের কাছাকাছি। আগামী কোপা আমেরিকা হবে ২০২৪ সালের মাঝামাঝি। সেখানে মেসিকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Share if you like

Filter By Topic