Loading...

আমাদেরকে ক্ষমতা দিয়েন না, কিন্তু পরিবর্তনটা আনুন: মির্জা ফখরুল

| Updated: November 07, 2022 17:41:45


আমাদেরকে ক্ষমতা দিয়েন না, কিন্তু পরিবর্তনটা আনুন: মির্জা ফখরুল

দেশে সরকার পরিবর্তনের জন্য ‘জনগণ ঘুরে দাঁড়াতেশুরু করেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোকে  মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, তিনি বলেন, “জনগণ ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঘুরে দাঁড়াচ্ছে। জনগণ আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। আপনার যে কয়েকটা সমাবেশ (বিভাগীয় সমাবেশ) হলো, এই সমাবেশে আমরা যেটা অনুভূতি সৃষ্টি হয়েছে- দি পিপলস আর অ্যাহেড। বরিশালের সমাবেশ, খুলনার সমাবেশ, ময়মনসিংহের সমাবেশ- মানুষ সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে চলে এসেছে।”

আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার এক মন্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, “যে কথাটা কিছুক্ষণ আগে মাহমুদুর রহমান মান্না বলেছেন যে মন্ত্রী বানাতে হবে না। আমরাও বলি মন্ত্রী বানাতে হবে না। আমাদেরকে ক্ষমতা দিয়েন না, কিন্তু পরিবর্তনটা আনুন। এদেশের মানুষকে বাঁচতে দিন, এদেশের মানুষকে একটা উচ্চ সমাজে বাঁচতে দিন।”

তিনি বলেন, “এদেশের মানুষকে তাদের আশা-আকাঙ্ক্ষা গুলো পূরণ করবার একটা ক্ষেত্র তৈরি করে দিন। আসুন, আমরা সবাই একসাথে হই; এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য।” খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মির্জা ফখরুল বলেন, “আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে একসাথে আন্দোলনটা করতে চাই, যুগপৎভাবে করতে চাই; এটা আমাদের স্থির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে চলেছি।”

“…তত্ত্বাবধায়ক সরকার কি হবে না হবে বা নির্বাচনকালীন সরকার কি হবে না হবে, সেটা আমরা আলোচনার মধ্য দিয়ে ঠিক করে ফেলব। এটা বেশি সমস্যা হবে বলে আমরা মনে করি না। আর জাতীয় সরকার আমরা বলেছি যে, আন্দোলনের পরে নির্বাচন শেষে যারা আসবেন আমরা সব দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা জাতীয় সরকার গঠন করতে চাই। এটা আমাদের প্রস্তাব।

সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, “বিভিন্ন সমাবেশ থেকে বোঝা যায় দেশে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। গোটা পরিস্থিতি এখন বদলে গেছে। এখন আর কোনো ভয়ের চাঁদর নেই। এই যে সংকট চলছে, এই সংকটে বিএনপি একা নয়; আমরাও পাশে আছি।

“আসুন আমরা সকলে এই সংকট উত্তরণে এক হয়ে কাজ করি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা নীতিগতভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে চাই শর্তহীনভাবে, জনগণের কল্যাণ চাই, একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই।”

‘গণতন্ত্র মঞ্চ’ আগামী ১২-১৯ নভেম্বরের মধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের বিষয়ে সংলাপ করবে বলে জানান তিনি।

Share if you like

Filter By Topic