Loading...

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শনিবার বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

| Updated: December 23, 2022 21:10:27


আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শনিবার বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের রমনা ট্রাফিক বিভাগ থেকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের থেকে লক্ষাধিক নেতাকর্মী সম্মেলনে যোগ দেবেন।

সে কারণে শাহবাগ ও আশপাশের এলাকার রোড ডাইভারশন করা হবে। কোথায় গাড়ি রাখা যাবে, সে নির্দেশনাও দিয়েছে ট্রাফিক পুলিশ।

বন্ধ ডাইভারশন

কাটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং দিয়ে চলাচল বন্ধ থাকবে।

নগরবাসীকে এসব এলাকার সড়ক পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।

গাড়ি পার্কিং

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে ভিআইপি পার্কিংয়ের জায়গা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর; পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত, ফুলার রোড ও দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং রাস্তার দুপাশ; সবজি বাগান থেকে নেভাল গ্যাপ; সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব ক্রসিং; হলি ফ্যামিলি হাসপাতাল গলি; নেভাল গেইট এলাকা; হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর বিপরীত পাশ; মিন্টো রোড ক্রসিং থেকে পুলিশ ভবন ক্রসিং ও দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে গাড়ি রাখা যাবে।

Share if you like

Filter By Topic