Loading...

অর্থ পাচারকারীদের দেশে এনে বিচার করা হবে: দুদক কমিশনার

| Updated: December 24, 2022 18:22:04


ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে মোজাম্মেল হক খানের [সামনের সারিতে মাঝে] সাঙ্গে মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে মোজাম্মেল হক খানের [সামনের সারিতে মাঝে] সাঙ্গে মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

দেশের অর্থ পাচার করে বিদেশে পালিয়ে থাকাদের ফিরিয়ে এনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মোজাম্মেল হক খান।

শুক্রবার মাদারীপুরে একটি হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, “এখনও দেশে দুর্নীতি হচ্ছে। এ সব দুর্নীতিবাজদের দমন করতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা নীতিগতভাবে কার্যক্রম হাতে নিয়েছি; কিন্তু জিরোতে পৌঁছানো হলো আমাদের টার্গেট।”

এখনও সেখানে পৌঁছানো যায়নি উল্লেখ করে তিনি বলেন, “এখনও দুর্নীতি আছে; এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক আকারে আছে। আমরা চাই দুর্নীতি দমন হোক, দুনীতি নির্মূল হোক।”

মোজাম্মেল হক খান বলেন, “দেশের অর্থ যারা পাচার করে বিদেশে পালিয়ে রয়েছে সেসব অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।”

দুদক শূন্য সহিষ্ণুতার যে নীতি গ্রহণ করেছে, তার বাস্তবায়ন দুর্নীতি দমন কমিশন একা সেই কাজটি করতে পারবে না এবং সেজন্য সমাজের সকল স্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন।

পাঁচখোলা ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনে মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন, ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতাল ও শশী হাসপাতালের চিকিৎসকসহ অন্যরা উপস্থিত ছিলেন। খবর বিবিসি বাংলার।

Share if you like

Filter By Topic