Loading...
The Financial Express

রেললাইনে বসে ‘গভীর মনোযোগ’ মোবাইল ফোনে, কাটা পড়ল তরুণ

| Updated: January 22, 2023 19:40:07


রেললাইনে বসে ‘গভীর মনোযোগ’ মোবাইল ফোনে, কাটা পড়ল তরুণ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইল ফোন চালাতে মনোযোগী ছিলেন তিন তরুণ; এ সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে এক জনের। বাকিরা গুরুতর জখম হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবার রাত ১২টার দিকে পুনিয়াউট এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল ইসলাম জানান।

নিহত ২০ বছর বয়সী রিমঝিম ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়া এলাকার মনজু মিয়ার ছেলে।

আহতরা হলেন- একই এলাকার সোনা মিয়ার ছেলে আরাফাত (২২) ও বাদশা মিয়ার ছেলে দিপু মিয়া (২৫)। তাদের জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এএসআই আমিনুল ইসলাম বলেন, রাতে পুনিয়াউট এলাকায় তিন তরুণ রেললাইনে বসে মোবাইল ফোন চালাচ্ছিলেন। ফোনের দিকে তাদের গভীর মনোযোগ থাকায় তারা ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি। এ সময় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই রিমঝিম মারা যান।

বাকি দুজন পা ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানান আমিনুল।

তিনি বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

Share if you like

Filter By Topic