সড়কে যানজটে আটকে পড়া এসএসসি পরীক্ষার্থীদের মোটর সাইকেলে করে কেন্দ্রে পৌঁছে দিচ্ছে উত্তরার পুলিশ।
উত্তরা পশ্চিম থানার উদ্যোগে শিক্ষার্থীদের ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছে দিতে 'সাপোর্ট' নামে এই বিশেষ সেবার উদ্যোগ নেওয়া হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ওসি মোহাম্মদ মোহসীন বলেন, “যানজটে আটকা পড়া শিক্ষার্থীদের বিশেষ মোটরসাইকেলে করে কেন্দ্রে দিয়ে আসছে পুলিশ। এই সেবার আওতায় পুলিশের ১০টি মোটরসাইকেল যানজটপ্রবণ এলাকায় রাখা হয়েছে।“
সারা দেশে ২০ লাখের বেশি শিক্ষার্থী এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়। তবে গত কয়েক দিনের বৃষ্টি আর রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে পরীক্ষার্থীদের সময় নিয়ে পরীক্ষার হলে রওনা দিতে আগেই অনুরোধ করেছিল ট্রাফিক পুলিশ।
তারপরও যানজটে আটকে যে সব শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো অনিশ্চিত হয়ে গিয়েছিল, তাদের সাহায্য করার চেষ্টা করেছে পুলিশ।
ওসি মোহাম্মদ মোহসীন বলেন, “অনেক শিক্ষার্থী ভুল কেন্দ্রেও চলে গিয়েছিল, তাদেরও ঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। যেমন উদয়ন স্কুলের শিক্ষার্থী মীমের কেন্দ্র ছিল উত্তরা গার্লস স্কুল, কিন্তু সে পরীক্ষা দিতে চলে আসে উত্তরা বয়েজ স্কুলে। পরে তাকে পুলিশের গাড়ি করে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।“
ভুল করে বাসায় প্রবেশপত্র ফেলে আসা শিক্ষার্থীর বাসা থেকে প্রবেশপত্র সংগ্রহ করেও এনেছে পুলিশ। সেজন্য আলাদা একটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে জানান ওসি মহসীন।
তিনি বলেন, “উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে এই সেবার একটি বুথ খোলা হয়েছে। পুরো পরীক্ষাজুড়ে এই কার্যক্রম চালু থাকবে।“
সকালে উত্তরা হাইস্কুল এন্ড কলেজের সামনে শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানানো হয় বলেও জানান এই ওসি।