Loading...
The Financial Express

মানবিকের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তির সুযোগ থাকছে

| Updated: August 31, 2022 18:28:17


মানবিকের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তির সুযোগ থাকছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট আর না থাকলেও এইচএসসিতে মানবিকে পড়ে আসা শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

তবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা কেবল নির্দিষ্ট কয়েকটি বিষয়েই ভর্তি হওয়ার সুযোগ পাবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষার নিয়মে এ পরিবর্তন আনা হয়েছে বলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল জানান।

তিনি বলেন, “মানবিক বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদের এলিজিবল কিছু বিষয়ে ভর্তি হতে পারবে। তবে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, ভর্তি বিজ্ঞপ্তিতে সেসব শর্ত বলে দেওয়া হবে।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস সামাদ বলেন, “মানবিকের শিক্ষার্থীরা তো আর পদার্থ, রসায়ন বা জীব বিজ্ঞানে পড়তে পারবে না। তবে তাদের সঙ্গে সংশ্লিষ্ট, যেমন গণিত, পরিসংখ্যান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞানের মত বেশ কয়েকটি বিষয়ে ভর্তি হতে পারবে।”

এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের ’ক ইউনিটে, মানবিকের শিক্ষার্থীদের ‘খ’ ইউনিটে, বাণিজ্যের শিক্ষার্থীদের ‘গ’ ইউনিট, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ’ঘ’ ইউনিট এবং চারুকলার জন্য ’চ’ ইউনিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হত।

আগে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিকের শিক্ষার্থীরা ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকের বিভাগ পরিবর্তন করতে পারতেন। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ’ঘ’ ইউনিট আর থাকছে না। কলা অনুষদ, আইন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ মিলে একটি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে।

আগের পাঁচটি ইউনিটের পরিবর্তনে এখন থেকে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তাতে বদলে যাচ্ছে ইউনিটগুলোর নামও৷

নতুন নিয়মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কোন ইউনিটের মাধ্যমে অংশগ্রহণ করবে এবং কীভাবে নিজ নিজ শাখা/বিভাগ পরিবর্তন করবে, তার কৌশল অনুমোদন করা হয় মঙ্গলবারের ডিনস কমিটির সভায়।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট', বিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও সমগোত্রীয় শাখার শিক্ষার্থীদের জন্য 'বিজ্ঞান ইউনিট', ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য 'ব্যবসায় শিক্ষা ইউনিট' এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে কোন শাখার শিক্ষার্থীদের জন্য 'চারুকলা ইউনিট'-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা কলা অনুষদ, আইন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলোতে এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
  • মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদভুক্ত গণিত ও পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য 'বিজ্ঞান ইউনিট'-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং গণিত/পরিসংখ্যান বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে।
  • মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিষয়ে ভর্তির জন্য 'ব্যবসায় শিক্ষা ইউনিট'-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং অর্থনীতি/গণিত বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

Share if you like

Filter By Topic