আসছে বৈশাখ মাস থেকে জনগণকে অনলাইনেই ভূমি কর দিতে হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এখন অনলাইনে ও ম্যানুয়ালি ভূমি কর দেওয়া যাচ্ছে। তবে আগামী বৈশাখ মাস থেকে ম্যানুয়ালি আর দেওয়া যাবে না। ডিজিটাল সার্ভের কাজ চলমান রয়েছে। ভূমি মালিকদের ল্যান্ড ওনারশিপ কার্ড (স্মার্ট কার্ড) দেওয়া হবে। এই অর্থবছরে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে কথা বলছিলেন মন্ত্রী।
ভূমি মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, “আমি বুকে হাত দিয়ে বলতে পারব, আমরা অনেকটা সাকসেসফুল, বাট মাঠপর্যায়ে সমস্যা এখনও রয়ে গেছে। মাঠপর্যায়ে ভূমি সেবায় এখনো কোনো কোনো জায়গায় কিছুটা জটিলতা আছে। সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
ভূমি মন্ত্রণালয় যাবতীয় কাজ করলেও সাব-রেজিস্ট্রেশনের কাজ করছে আইন মন্ত্রণালয়, এতে জটিলতা তৈরি হচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “বিষয়টি সঠিক। এ ব্যাপারে সবপক্ষের মাধ্যমে কীভাবে বিষয়টা সহজ করা যায়, সে ব্যাপারে আলোচনা চলছে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর অনিয়মের কারণে অনেক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। “
অন্যদের মধ্যে বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক সংলাপে উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।