Loading...
The Financial Express

প্রতি ইভিএম কিনতে এবারে খরচ বাড়ছে লাখ টাকা

| Updated: September 20, 2022 17:48:18


ফাইল ছবি ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তাবিত প্রকল্পে প্রতিটি ইলেকট্রনিক ভোটিং মেশিনের দাম পড়বে ৩ লাখ টাকার মতো।

চার বছর আগে ইভিএম কেনার সময় প্রতিটির জন্য ব্যয় হয়েছিল দুই লাখ টাকার মতো; তার তুলনায় ব্যয় এবার ১ লাখ টাকা বাড়ছে।

ইভিএমের অনেক যন্ত্রাংশ আমদানি করতে হয় বলে ডলারের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব এক্ষেত্রেও পড়ছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৮৭১১ কোটি ৪৪ লাখ ২৩ হাজার টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে ইসি, যে অর্থের দুই-তৃতীয়াংশই ব্যয় হবে মেশিন কেনায়।

সোমবার ‘নির্বাচনী ব্যবস্থায় ইভিএম এর ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক উন্নয়ন প্রকল্প প্রস্তাবটি (ডিপিপি) কমিশন সভায় অনুমোদিত হয়।

এটি এখন পরিকল্পনা কমিশনে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এরপর প্রকল্পটি যাবে একনেকে।

দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। বর্তমানে ইসির কাছে যে ইভিএম আছে, তা দিয়ে সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসনে ভোট করার সম্ভব। তাই নতুন ইভিএম কিনতে হচ্ছে ইসিকে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এ প্রকল্পের আওতায় প্রায় দুই লাখ ইভিএম কেনা হবে। এছাড়া ইভিএম রক্ষণাবেক্ষণ, জনবল তৈরি ও প্রশিক্ষণের জন্যও ব্যয় রাখা হয়েছে এখানে।

Share if you like

Filter By Topic