নারীদের কাজে আসতে পারে যে অ্যাপগুলো


অর্থী নবনীতা | Published: September 19, 2022 14:06:17 | Updated: September 19, 2022 19:25:39


ছবি: সংগৃহীত

অ্যাপ বা মোবাইল এপ্লিকেশন জীবনকে এখন অনেক সহজ করে দিয়েছে। প্রযুক্তির সাথে পার করা প্রায় প্রতিটি মুহুর্তে আমাদের ব্যবহার করতে হয় নানা ধরনের অ্যাপ। এই অ্যাপ ছাড়া যেন এখন জীবনকেই কল্পনা করা যায় না। কোনো না কোনোভাবে আমাদের জীবন মোবাইলের নানা এপ্লিকেশনের সাথে জড়িয়ে গেছে।

খাবার কিংবা ওষুধ কেনা থেকে শুরু করে ঘরের বাজার, বাইক কিংবা গাড়ি বুকিং, ফ্লাইটের টিকিট বুকিং অথবা হোটেল বুকিং, ট্রেন বা বাসের টিকেট কেনা – কী করা যায় না অ্যাপের মাধ্যমে! প্রতিদিন তৈরি হচ্ছে এমন হাজার হাজার অ্যাপ। তবে এমন নানা রকমের অ্যাপের মাঝে শুধু নারীদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ কিছু অ্যাপ। এগুলো নারীদের বিভিন্ন কাজের জন্য সহায়ক।

বাঁচাও

বাঁচাও অ্যাপ উত্যক্ত, নানা ধরনের হয়রানিমূলক ঘটনাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নারীকে রক্ষা করতে সহায়ক। প্রথমত গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর জরুরি যোগাযোগের জন্য তিনটি ফোন নম্বর নির্বাচন করতে হবে। এখানে পাওয়া যাবে 'রেপ এলার্ট’ বাটন।

নিজেদের স্মার্টফোনে এই অ্যাপ ইনস্টল করা নারী কোনো ধরনের বিপদে পড়লে সেখানে থাকা ‘রেপ অ্যালার্ট’ বাটনে ক্লিক করার মাধ্যমে কাছাকাছি থাকা পরিবারের সদস্য, বন্ধু ও স্বেচ্ছাসেবকের কাছে বার্তা চলে যাবে। আবার ‘সেইফ নাও’ লেখা সবুজ বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেটাও জানতে পারবেন। এই এপ্লিকেশনটি নারীদের কাছে বেশ গ্রহণযোগ্যতাও লাভ করেছে

মায়া

নারীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ এপ্লিকেশন ‘মায়া’। মায়া অ্যাপ নারীদের পিরিয়ড, মুড সুইং, গর্ভধারণ বিষয়ে তথ্যের জন্য কার্যকর ভূমিকা রাখে। ক্যালেন্ডার অনুযায়ী কবে আপনার পিরিয়ডের তারিখ হবে তাও এই অ্যাপ থেকে জানিয়ে দেওয়া হবে। এই অ্যাপের রয়েছে বিশেষ একটি ফোরাম। সে ফোরামে বিশ্বের সব প্রান্তের নারী নিজেদের সমস্যা জানিয়ে প্রশ্ন করেন। সব প্রশ্নের উত্তরই দেওয়া হয়। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে মায়া অ্যাপ ডাউনলোড করা যাবে। আমাদের দেশে এই এপ্লিকেশনটির জনপ্রিয়তা আর গ্রহনযোগ্যতাও বাড়ছে।

শাটল

রাজধানীত ঢাকাতে নারীদের নিরাপদে যাতায়াতের জন্য আছে শাটল অ্যাপ। শুধু নারীদের জন্য নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট সময়ে বিভিন্ন রুটে সেবা দেবে এই শাটল। যেখানে শুধু নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট রুটে পিক-আপ এবং ড্রপ-অফ সেবা দিচ্ছে শাটল। রাজধানীতে এখন ছয়টি রুটে মোট ১৮টি মাইক্রোবাসে সেবাটি দেওয়া হচ্ছে। কাঙ্ক্ষিত সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হয়।

স্কিন ব্লিস

এটি রূপচর্চা বিষয়ক অ্যাপ। পাঁচ ধরনের ত্বক বিষয়ে এ অ্যাপে তথ্য পাওয়া যাবে। এখানে ফেস মাস্ক, সিরাম, ভিটামিন সি, ক্লিনজিং, আইক্রিম সম্পর্কে বিস্তারিত জানা যাবে। সেই সাথে এগুলো কীভাবে ব্যবহার করতে হবে এবং একই পণ্যের কয়টি ধরন হয়ে থাকে আর কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়েও বিস্তারিত তথ্য আছে অ্যাপটিতে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি নামানো যাবে।

এই এপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক নারীই বেশ সুবিধা পেয়েছে। এর পাশাপাশি নারীদের জন্য আরও নানা ধরনের এপ্লিকেশন তৈরির কাজ চলছে।

অর্থী নবনীতা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।

aurthynobonita@gmail.com

Share if you like