নড়াইলে একটি হত্যা মামলায় জামিন পেয়ে পলাতক যাবজ্জীবন সাজার এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
৪৮ বছর বয়সী এই আসামির নাম মো. শামীম শেখ। প্রায় দেড় যুগ ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ২০০৫ সালে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি এলাকায় রাজু নামে একজনকে হত্যার দায়ে গত বছর সাজা হয় শামীমের। রাজু ছিলেন তারই বন্ধু।
রাজুর ও শামীমের বাড়ি ছিল পাশাপাশি। বাড়ির সীমানা নিয়ে কোন্দল ও তর্ক বিতর্কের এক পর্যায়ে শামীমকে প্রথমে আঘাত করে আহত করেন রাজু। শামীম সুস্থ হয়ে ৫ জন সহযোগী মিলে রাজুকে কুপিয়ে হত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
নড়াগাতি থানায় হত্যা মামলা হলে শামীম ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। তিন মাস পর জামিনে মুক্তি পাওয়ার পর আর আদালতে হাজিরা দেননি শামীম।
তিনি পলাতক থাকা অবস্থায় গত বছরের জুলাই মাসে আদালত ওই মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
মামলা হওয়ার আগে এলাকায় কৃষি কাজ করতেন শামীম। গত প্রায় ১৮ বছর তিনি কোথায় কী করতেন, এই সময়ে কোথায় থেকেছেন, সেসব বিষয়ে এখনও বিস্তারিত জানতে পারেনি র্যাব।
তার সঙ্গে সাজা পাওয়া অন্য আসামিদের বিষয়েও এখনও বিস্তারিত তথ্য জানাতে পারেনি তারা।