চট্টগ্রামে ‘৪র্থ হার ই-ট্রেড এক্সিবিশন অনুষ্ঠিত’


তানজিম হাসান পাটোয়ারী | Published: September 21, 2022 16:54:14 | Updated: September 21, 2022 19:34:31


চট্টগ্রামে ‘৪র্থ হার ই-ট্রেড এক্সিবিশন অনুষ্ঠিত’

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত ‘৪র্থ হার ই-ট্রেড এক্সিবিশন। দুই দিনব্যাপী চলা এ মেলাটি গত ১৬ এবং ১৭ সেপ্টেম্বর নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

এবারের মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নারী উদ্যোক্তারা তাদের পণ্য সামগ্রী স্টল সাজিয়ে ক্রেতাদের কাছে বিক্রির সুযোগ পান। সর্বমোট ৭৭ টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে। মেলায় বস্ত্র, অলংকার, হস্তশিল্প, খাদ্যদ্রব্য এবং বিভিন্ন দেশীয় সৌখিন পণ্যের আধিক্য দেখাঁ যায়।

দেশীয় পণ্য নিয়ে আয়োজিত এ মেলায় ক্রেতা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছোট-বড় সব বয়সী ক্রেতার উপস্থিতিতে মুখর ছিল এবারের মেলা।

এর আগে হার ই-ট্রেডের আয়োজনে আরো ২০২০ সালে একটি ও ২০২১ সালে দুইটি মেলা আয়োজিত হয়েছিল ঢাকায়। ঢাকার বাইরে দেশীয় পণ্য সামগ্রীর প্রতি আগ্রহ জাগিয়ে তোলার লক্ষ্য নিয়েই মেলার এবারের আয়োজন চট্টগ্রামে করা হয়েছে বলে জানায় হার ই-ট্রেড কর্তৃপক্ষ

এ বিষয়ে কথা হয় হার ই-ট্রেডের সভাপতি ওয়ারেছা খানম প্রীতির সঙ্গে। তিনি জানান, “ঢাকার বাইরে এবারই আমরা প্রথম কোনো মেলার আয়োজন করেছি। আর মেলায় বিপুল সংখ্যক ক্রেতা উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এদেশের মানুষ যে দেশীয় শিল্পের প্রতি প্রবল টান অনুভব করে তা মেলায় আসা ক্রেতাদের দেখলে টের পাওয়া যায়।”

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নূর অনলাইন শপের স্বত্তাধিকারী নূর বেগম বলেন, “আমার প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের বাহারি ডিজাইনের পোশাক পাওয়া যায়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাকে বৈচিত্র্য রাখার চেষ্টা করি সবসময়। এবারের মেলায় ক্রেতাদের কাছ থেকেও খুব ভালো সাড়া পেয়েছি যা আমাকে ব্যবসায়টিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে।“

 

তানজিম হাসান পাটোয়ারী বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন।

tanjimhasan001@gmail.com

Share if you like