গুগল ম্যাপে যেসব জায়গা নেই!


শবনম জাবীন জেবা | Published: September 19, 2022 16:33:06 | Updated: September 19, 2022 22:26:02


ছবি: গুগল সাপোর্ট

অন্তর্জালের দুনিয়ায় গুগল ম্যাপকে ভার্চুয়াল গ্লোব বলা যেতেই পারে। গুগল ম্যাপ পুরো বিশ্বের মানচিত্রকে হাতের মুঠোয় এনে দিয়েছে। তবে ‘পুরো বিশ্বের মানচিত্র’বললে কথাটিতে কিছুটা গলদ থেকে যায়। কারণ বিশ্বের এমন কিছু স্থান রয়েছে যা গুগল ম্যাপে দেখানো হয় না।

ইউরোপের অন্যতম লাভজনক ব্যবসার মধ্যে অন্যতম হচ্ছে তেল ব্যবসা। হাঙ্গেরিতে অবস্থিত স্যাযহালোমবাট্টা অয়েল রিফাইনারি কোম্পানীর পুরো এলাকাটিই গুগল ম্যাপে দেখা যায় না।

নেদারল্যান্ডের ভলক্যাল বিমানঘাঁটি বিমান অবতরণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার অস্ত্রের অন্যতম একটি ভান্ডার। আর সঙ্গত কারণেই এটি জনসাধারণের দৃষ্টিসীমার বাইরে রাখতে গুগল ম্যাপে অস্পষ্ট করে রাখা হয়েছে।

হার্পের হেডকোয়ার্টার আলাস্কায় অবস্থিত। ধারণা করা হয়, এটি যুক্তরাষ্ট্রের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম ঘাঁটি।

ন্যাটোর সদর দফতর পর্তুগালের ওয়েইরাস শহরে অবস্থিত। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথি এবং সামরিক নানা অভিযানের নীল নকশা এখানে সংরক্ষিত থাকে। তাই হয়তো এই স্থানটি ম্যাপে দেখা যায় না।

নিউইয়র্কের ইথাকা শহরে অবস্থিত কর্ণেল ইউনিভার্সিটিটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে একটি হিট ও পাওয়ার প্ল্যান্ট রয়েছে। উন্নত ও সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং পরিবেশ বান্ধব এই প্ল্যান্টে প্রাকৃতিক গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়।  গুগল ম্যাপে এই ইউনিভার্সিটির জায়গাটুকু অস্পষ্ট করে রাখা হয়েছে। পরিবেশে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমানোর লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়টি কাজ করে যাচ্ছে।

রাশিয়ার সাইবেরিয়ান তুন্দ্রার কাছাকাছি একটি এলাকা গুগল আর্থে দেখা যায় না। ম্যাপে স্থানটিকে ব্লার করে দেখানো হয়েছে যার ফলে বহির্বিশ্বের মানুষ ঠিক ধারণা করতে পারে না যে ঐ স্থানে ঠিক কী রয়েছে। তবে অনেকেই ধারণা পোষণ করেন যে সেখানে কোনো রাডার স্টেশন, মিসাইলের গোপন সংরক্ষণাগার বা রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ কোনো স্থাপনা থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে অবস্থিত উতাহ এলাকার মাইকেল আফ ভবনটিকেও দেখা যায় না। এই এলাকায় আর্মিদের একটি বিমানঘাঁটি ও রাসায়নিক অস্ত্রের একটি পরীক্ষাগার রয়েছে। এই পরীক্ষাগারে মূলত সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন বায়োলজিক্যাল ও কেমিক্যাল অস্ত্রসমূহ পরীক্ষামূলকভাবে চালনা করে থাকে।

ইরাকের বেবিলন শহরকেও খুঁজে পাওয়া যায় না গুগল ম্যাপে।

জাপানের পূর্ব উপকূলে অবস্থিত মিনামি টরিসিমা এয়ারপোর্ট, এটি সেনাবাহিনীদের একটি বিমানঘাঁটি এবং জাপান ম্যারিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এই স্থানটিতে সর্বদা অবস্থান করে। এই স্থানটিও গুগল ম্যাপে দেখা যায় না।

নেদারল্যান্ডের আমসটার্ডামে অবস্থিত কনিনক্লিজক প্যালেইস আমসটার্ডাম নামের রাজপ্রাসাদটি ডাচ রাজ পরিবারের সদস্যদের আবাসস্থল। এই প্রাসাদের চারপাশের গাছপালা বা রাস্তাঘাট ম্যাপে দেখা গেলেও প্রাসাদটি দেখা যায় না। রয়্যাল প্রোটোকলের কারণেই এমনটা করা হয়েছে।  

কেএফসির যে বিলবোর্ড বা সাইনবোর্ডে কর্ণেল স্যান্ডার্সের ছবিযুক্ত রয়েছে সেই স্থানগুলোও দেখা যায় না ম্যাপে। কারণ গুগল ম্যাপের নিয়ম অনুযায়ী এতে সরাসরি মানুষের মুখাবয়ব দেখা যায় না বা মুখাকৃতি রয়েছে এমন চিহ্নযুক্ত স্থান দেখানোর অনুমতি নেই।

দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম একটি দেশ যে দেশের সুরক্ষা ব্যবস্থা প্রচন্ড রকমের কঠোর। প্রতিটি ক্ষেত্রেই রয়েছে কঠোর নিরাপত্তার বেড়াজাল। হয়তো এই নিরাপত্তাজনিত কারণেই এই দেশের অধিকাংশ স্থান গুগল ম্যাপে ঝাপসা করে রাখা হয়েছে।

 

শবনম জাবীন চৌধুরী ইউনিভার্সিটি  অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

zabin860@gmail.com

Share if you like