কৌতুক অভিনেতা রনির শ্বাসনালী পুড়েছে, আশঙ্কাজনক


এফই অনলাইন ডেস্ক | Published: September 17, 2022 14:36:58 | Updated: September 17, 2022 20:11:00


কৌতুক অভিনেতা রনির শ্বাসনালী পুড়েছে, আশঙ্কাজনক

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালী ও এক কান পুড়ে গেছে; তিনি শঙ্কামুক্ত নন বলে চিকিৎসক জানিয়েছেন। à¦–বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

শুক্রবার ৬টার দিকে গাজীপুর মহানগর পুলিশের চার বছর পূর্তি উপলক্ষ্যে জেলা পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন চলাকালে গ্যাস বেলুন বিস্ফোরণ ঘটে। এ ঘটনা তদন্তে রাতেই চার সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ।

শনিবার সকালে সাংবাদিকরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেনের কাছে মোবাইল ফোনে আবু হেনা রনির শারীরিক অবস্থার কথা জানতে চান।

উত্তরে তিনি বলেন, “রনির শ্বাসনালী, এক কান ও শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

বেলুন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বাকি চারজন পুলিশ কন্সটেবল। এরা হলেন- মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদের মধ্যে তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি রয়েছেন।

দগ্ধ ৩২ বছর বয়সী জিল্লুরকেও আইসিইউতে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া সকালে সাংবাদিকদের জানিয়েছেন।

আইসিইউর দায়িত্বে থাকা চিকিৎসকের বরাতে তিনি বলেন, “জিল্লুর শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে; তারও শ্বাসনালী পুড়ে গেছে।”

দগ্ধ আবু হেনা রনি একাধারে স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক ও মডেল। তিনি ২০১১ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬- এ বিজয়ী হন।

দুর্ঘটনার পর গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম দাবি করেছিলেন, রনির শরীরের পাঁচ শতাংশ পুড়ে গেছে এবং দগ্ধ বাকিরা সকলেই আশঙ্কামুক্ত রয়েছে।

এদিকে তদন্ত কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন জানান।

গাজীপুর মহানগর পুলিশের ডিসি (উপ-কমিশনার, উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বলে জানান তিনি।

কমিটির বাকি সদস্যরা হলেন- এডিসি (উত্তর) রেদোয়ান আহমেদ, এসি প্রসিকিউশন মো. ফাহিম আশজাদ ও গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম।

Share if you like