Loading...
The Financial Express

এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না: মাহমুদউল্লাহ’র স্ত্রী

| Updated: September 15, 2022 16:46:29


এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না: মাহমুদউল্লাহ’র স্ত্রী

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এশিয়া কাপের আগ পর্যন্ত ১৪ ইনিংসে ১৭.৪১ গড় ও ১০০.৪৮ স্ট্রাইক রেটে ২০৯ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ দেখাতে পারেননি উন্নতির আভাস।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ২৭ বলে এক চারে করেন কেবল ২৫। শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে ছক্কা ও চারে ২২ বলে খেলেন ২৭ রানের ইনিংস।

হয়তো দলে জায়গা ধরে রাখার জন্য তা যথেষ্ট ছিলো না। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া আসরের ঘোষিত দলে রাখা হয়নি সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে।

বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহর দলে না থাকাটা স্বাভাবিকভাবে নিতে পারছেন না তার স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি।

দলে মাহমুদউল্লাহ’র জায়গা না হওয়ার খবর শুনে ফেসবুকে মিষ্টি লিখেছেন,  "এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না,হবেও না!..."

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত।

দলে ফিরেছেন: লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত।

বাদ: মাহমুদউল্লাহ, এনামুল হক, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি হাসান।

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান।

Share if you like

Filter By Topic