চলতি অর্থবছরে বাংলাদেশকে ২০০ কোটি ডলার ঋণ দেবে এডিবি।
মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক পরিচালক এডিমন গিন্টিং এই তথ্য জানান বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সরকারের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে গৃহীত উন্নয়ন প্রকল্পে এ অর্থবছরে প্রায় ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রক্রিয়াধীন রেখেছে এডিবি।”
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৭৫৫ কোটি ডালার ঋণ সহায়তা দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে গিন্টিং বলেন, দেশের গ্রামীণ ও নগর উন্নয়নের ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন বিনিয়োগকে উৎসাহিত করবে তারা।
আগামী ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর এডিবির বার্ষিক বোর্ড সভা হবে, তাতে অংশ নেবেন অর্থমন্ত্রী কামাল।
করোনাভাইরাস মহামারীর অর্থনৈতিক প্রভাব উত্তরণের লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা দেওয়ার জন্য এডিবিকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। পাশাপাশি এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এডিবিকে আরও উন্নয়ন সহযোগিতা দেওয়ার অনুরোধ জানান তিনি।
গিন্টিং বলেন, মহামারী কাটিয়ে উঠতে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি শুরু থেকেই বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। ভবিষ্যতেও দিয়ে যাবে।