উন্নয়নশীল বিশ্বকে ‘বিনামূল্যে সার দেওয়ার জন্য প্রস্তুত রাশিয়া’


এফই অনলাইন ডেস্ক | Published: September 16, 2022 17:03:58 | Updated: September 17, 2022 14:36:58


ফাইল ছবি (সংগৃহীত)

ইউরোপ রাশিয়ার রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা আরও শিথিল করতে রাজি হলে মহাদেশটির বন্দরগুলোতে আটকা পড়ে থাকা রাশিয়ার সার বিনামূল্যে উন্নয়নশীল দেশগুলোকে দিয়ে দেওয়ার জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বন্দরগুলোতে রাশিয়ার ৩ লাখ টনেরও বেশি সার আটকা পড়ে আছে বলে শুক্রবার জানিয়েছেন তিনি।

উজবেকিস্তানের রাজধানী সমরখন্দে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ (এসসিও)-এর শীর্ষ সম্মেলন পুতিন বলেন, ইউরোপ শুধু ‘আংশিকভাবে’নিষেধাজ্ঞা শিথিল করেছে।

মস্কো বলছে, আরোপিত নিষেধাজ্ঞার কারণে তারা বিশ্বব্যাপী সার বিক্রি ও সরবরাহ করতে পারছে না। 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সতর্ক পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার রপ্তানির ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পুতিন জানান, রাশিয়া ইইউয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কিন্তু ইইউ শুধু তাদের সদস্যদের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়ে ‘স্বার্থপরের’মতো আচরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

এসওসির নেতাদের সম্মেলনে পুতিন বলেন, “শুধু তারা আমাদের সার কিনতে পারবে। কিন্তু উন্নয়নশীল বিশ্ব ও গরিব দেশগুলোর কী হবে?”

ইউক্রেইনের সঙ্গে হওয়া কৃষ্ণ সাগর খাদ্যশস্য চু্ক্তির অংশ হিসেবে বিশ্ব বাজারে রাশিয়ার সার সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় জুলাইয়ে এ চুক্তি হয়।

এ চুক্তি অনুযায়ী রাশিয়া ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো থেকে তাদের সামরিক অবরোধ তুলে নিয়েছে এবং কিয়েভের খাদ্যশস্য রপ্তানি শুরু করা অনুমোদন করেছে।

পুতিন বলেছেন, বর্তমানে ইউরোপের বন্দরগুলোতে রাশিয়ার ৩ লাখ টনেরও বেশি সার পড়ে আছে আর নিষেধাজ্ঞা যখন তুলে নেওয়া হবে মস্কো সেগুলো বিনামূল্যে উন্নয়নশীল বিশ্বে পাঠানোর জন্য প্রস্তুত আছে।

Share if you like