Loading...

উত্তরায় বিস্ফোরণ: একে একে ৮ জনেরই মৃত্যু


উত্তরায় বিস্ফোরণ: একে একে ৮ জনেরই মৃত্যু

সাতজনের মৃত্যুর পর লড়াইয়ে টিকে ছিলেন কেবল শাহিন মিয়া, তিনিও বাঁচলেন না। এভাবে একে একে আটজনই মারা গেলেন।

ঢাকার উত্তরার কামারপাড়ার একটি ভাঙারির দোকানে গত ৬ অগাস্ট বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন শাহিন (২৬)সহ আটজন।

তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

শুক্রবার রাতে শাহিনও মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহিনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি মারা যাওয়ায় এই ঘটনায় দগ্ধ আটজনেরই মৃত্যু হল।

শাহিন মিয়ার আগে যে সাতজন মারা গেছেন তারা হলেন- শফিকুল ইসলাম (৩২), আল আমিন (৩০), মাসুম আলী (৩৫), মিজানুর (৩৫), গাজী মাজহারুল ইসলাম (৪৭), আলমগীর হোসেন আলম (২৩) ও নূর হোসেন (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৬ অগাস্ট দুপুরে উত্তরা কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে পারফিউমের বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। তাতে সেখানে এবং পাশের রিকশার গ্যারেজে থাকা আটজন অগ্নিদগ্ধ হন।

তুরাগ থানার ওসি মেহেদী হাসান সেদিন বলেছিলেন, ভাঙারির দোকানে পুরনো ফেলে দেওয়া মালপত্রের গুদাম ছিল। সেখানে হ্যান্ড স্যানিটাইজারসহ নানা দাহ্য পদার্থও ছিল। সেখান থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Share if you like

Filter By Topic