Loading...
The Financial Express

ইউক্রেইনে জিততে পারবেন না স্বীকার করতে হবে পুতিনকে: জার্মানি

| Updated: September 22, 2022 19:15:49


ইউক্রেইনে জিততে পারবেন না স্বীকার করতে হবে পুতিনকে: জার্মানি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা’র সমালোচনা করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস।

তিনি বলেন, “ইউক্রেইন ও রাশিয়াকে ধ্বংসের ঝুঁকিতে ফেলা এই উচ্চাকাঙ্খা পুতিন তখনই ছাড়তে পারবেন, যখন তিনি এটি স্বীকার করে নেবেন যে, এই যুদ্ধ তিনি জয় করতে পারবেন না।”

জাতিসংঘ সাধারণ পরিষদে মঙ্গলবার প্রথম ভাষণে শলৎস একথা বলেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পুতিনের এই সাম্রাজ্যবাদী মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, “এ কারণেই আমরা রাশিয়ার নির্দেশিত কোনও শান্তি মেনে নেব না। আর এ কারণেই ইউক্রেইনকেও অবশ্যই রুশ হামলা প্রতিহত করতে সক্ষম হতে হবে।”

ইউক্রেইনে পুতিনের যুদ্ধ শুরুর মধ্য দিয়ে নতুন করে সাম্রাজ্যবাদের প্রত্যাবর্তন ঘটেছে বলেও মন্তব্য করে জার্মান চ্যান্সেলর। তিনি বলেন, “এটি কেবল ইউরোপের জন্য নয়, বরং গোটা বিশ্বের শান্তি-শৃঙ্খলার জন্যও বিপর্যয়কর।”

‘দুর্বলের ওপর সবলের শাসনের’ জগৎ যারা পছন্দ করে তাদের কাছ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য জাতিসংঘকে আহ্বান জানান শলৎস।

একইসঙ্গে তিনি ঘোষণা দয়ে বলেন, বার্লিন আগামী ২৫ অক্টোবরে ইউক্রেইন পুনর্গঠন নিয়ে একটি সম্মেলন করবে। ইউক্রেইনের পুনর্গঠনে জার্মানি ‘বিশাল অঙ্কের অর্থ খরচ করে’ কিইভ সরকারকে সাহায্য করবে বলেও জানিয়েছেন শলৎস।

Share if you like

Filter By Topic