আলেশা মার্ট চেয়ারম্যান মঞ্জুরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: January 25, 2023 13:44:55 | Updated: January 27, 2023 18:21:14


আলেশা মার্ট চেয়ারম্যান মঞ্জুরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেক প্রতারণার এক মামলায় ই-কমার্স কোম্পানি আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সমন জারির পরও মঞ্জুরুল আলম আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকার মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূর বুধবার পরোয়ানা জারির এ আদেশ দেন।

মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করা গেল কিনা, তা জানাতে আগামী ২৭ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

এ মামলার বাদী পক্ষের আইনজীবী মিয়া হোসেন বলেন, তোফাজ্জল হোসেন নামক একজন বেসরকারি চাকরিজীবী আলেশা মার্ট থেকে একটি মোটরসাইকেল কেনেন। টাকা দিয়েও যথাসময়ে মোটরসাইকেল বুঝে না পেয়ে তিনি যোগাযোগ করেন। তখন তাকে এক লাখ ৬৩ হাজার টাকার একটি চেক দেওয়া হয়।

কিন্তু আলেশা মার্টের ব্যাংকের নির্দিষ্ট তারিখে পর্যাপ্ত টাকা না থাকায় সেই চেক প্রত্যাখ্যাত হয়। বাদী তখন আসামিকে উনিক নোটিস দিয়ে মোটরসাইকেল অথবা টাকা ফেরত দিতে বলেন। তারপরও টাকা না পেয়ে গত বছরের ২২ অগাস্ট আদালতে মামলা করেন ওই ক্রেতো।

মামলা নিয়ে আদালত তখন আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে সমন জারি করে। ২৫ জানুয়ারি তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু সে অনুযায়ী বুধবার তিনি আদালতে হাজির না হওয়ায় এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত।

Share if you like