৫০০ টন সার নিয়ে মোংলায় ডুবল জাহাজ


এফই অনলাইন ডেস্ক | Published: January 25, 2023 15:12:41 | Updated: January 27, 2023 18:21:14


৫০০ টন সার নিয়ে মোংলায় ডুবল জাহাজ

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিদেশি একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় এমভি শাহজালাল এক্সপ্রেস।

জাহাজটি মূল চ্যানেলে ডুবলেও ওই পথ দিয়ে নৌ-চলাচল স্বাভাবিক ও ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, মঙ্গলবার রাতে বন্দর চ্যানেলের হারবাড়িয়ার ৯ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ভিটা অলিম্পিক থেকে প্রায় ৫০০ মেট্রিক টন সার (এমওপি) নিয়ে ছেড়ে আসে কার্গো জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস।

কার্গো জাহাজটি খুলনার শিরোমনি যাওয়ার পথে অন্ধকার ও ঘন কুয়াশার কারণে আট নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এমভি সুপ্রিম ভেলরের পিছনে ধাক্কা খায়। এতে কার্গো জাহাজটি উল্টে সেখানেই ডুবে যায়।

হারবার মাস্টার বলেন, ডুবে যাওয়া জাহাজটির ফিটনেস সার্টিফিকেট হালনাগাদ ছিল। বুধবার সকালে দুর্ঘটনাকবলিত স্থানে রেড মার্কিং করার জন্য হারবার বিভাগের একটি টিম পাঠানো হয়েছে। 

এমভি ভিটা অলিম্পিক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের খুলনার ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ডুবে যাওয়া জাহাজের সাত জন নাবিক ও একজন নিরাপত্তা কর্মীকে রাতেই উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।

তারা পাশে থাকা এমভি নয়ন শয়ন ও মাহমুদ রায়হান কার্গো জাহাজে রয়েছেন বলে জানান তিনি।

Share if you like