কুমিল্লায় রড ভর্তি ট্রাক ছিনতাইয়ের জন্য এক ট্রাক চালককে হত্যার ঘটনার ১৬ বছর পর দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
এ মামলার আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারদণ্ড দিয়েছেন কুমিল্লার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সেলিনা আক্তার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বৃহস্পতিবার দুপুরে আসামিদের অনুপস্থিতিতে তিনি এই রায় ঘোষণা করেন। দণ্ডিত তিন আসামি জামিনে নিয়ে পলাতক রয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার উত্তর চর লরেন্স গ্রামের আহসান উল্লাহ এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছিকনিয়া পূর্বটিলা এলাকার আবুল হোসেন। তাদের দুজনকে সর্বোচ্চ সাজার পাশাপাশি ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আর দশ বছর সাজাপ্রাপ্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া সদরের মোহনপুর এলাকার শামসুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রায়ে।
মামলার নথিত থেকে জানা যায়, ২০০৬ সালের ২০ জুন ফেনীর লেমুয়া ব্রিজ এলাকায় খুন হন ট্রাক চালক জয়নাল আবেদীন। তার বাড়ি ফেনীর পশুরাম উপজেলায়।