ভারতের সঙ্গে সমস্যার সমাধান আলোচনায়: শেখ হাসিনা


এফই অনলাইন ডেস্ক | Published: September 06, 2022 10:35:13 | Updated: September 06, 2022 17:57:06


নয়া দিল্লি পৌঁছনোর পর বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, তাতে অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি

ভারতকে বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হিসাবে তুলে ধরে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে আলোচনায় জোর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সম্মানে ভারতে বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বলে জানিয়েছে বাসস।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী ও বন্ধু দেশ এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে।

“তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের আলাদা সম্পর্ক রয়েছে। কারণ ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারত সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। আমাদের সমস্যা থাকতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যারই সমাধান করা যায়।”

চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবারই ভারতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি।

সোমবার নয়া দিল্লি পৌঁছার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

Share if you like