বিজ্ঞানের গল্পকথক: স্টোরিহেড ও ইমতিয়াজ অর্ণব


মাহমুদুল হাসান | Published: September 21, 2022 16:49:23 | Updated: October 02, 2022 14:33:19


ছবি: স্টোরিহেডের ফেসবুক পেজ থেকে

বাংলায় সহজভাবে বিজ্ঞান বিষয়ক বিশ্লেষণভিত্তিক ভিডিও কবে দেখেছেন শেষ? যদি সম্প্রতি দেখেও থাকেন কার ভিডিও দেখেছেন? মাথায় এই মুহুর্তে 'স্টোরি হেড' নামক শব্দ দুটি মাথায় আসতে পারে অনেকেরই।

বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ সম্পন্ন ভিডিও তৈরি করে থাকে এমন মানুষ বাংলাদেশে হাতেগোনা কয়েকজন রয়েছে। তন্মধ্যে যার নামটি সবার প্রথমে উঠে আসা জরুরি তিনি হচ্ছেন 'স্টোরি হেড'- এর ইমতিয়াজ অর্ণব। যুক্তিতর্ক, উপস্থাপন এবং তথ্যবহুল বিজ্ঞানভিত্তিক ভিডিও তৈরির মাধ্যমে যিনি ইতিমধ্যে বিজ্ঞানপ্রিয় মানুষদের ভীষন পছন্দের একজন হয়ে উঠছেন।

ব্ল্যাকহোল, ইন্টারস্টেলার, পরমাণু, মহাকাশ কিংবা ফিজিক্স, আইন্সটাইন অথবা নিউটন। দাবা কিভাবে ইনফিনিট গেইমে পরিণত হয়? এমন সব ভিডিও বানিয়ে সহজভাবে সকলকে বুঝাতে সক্ষম এবং এমন দারুন সব ভিডিওর নেপথ্যের কারিগরি ইমতিয়াজ অর্ণব। 'স্টোরি হেড' নামেই বিজ্ঞানপ্রিয়দের কাছে তিনি পরিচিত।

ইমতিয়াজ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রনিক্সের উপর শেষ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ডিপ্লোমা পরবর্তী পড়াশোনার ধাপে পা রাখার আগে বিরতি নিয়েছেন তিনি। শীঘ্রই তিনি তার শিক্ষা জীবনের পরবর্তী ধাপে পা রাখবেন।

বিজ্ঞানের প্রতি ইমতিয়াজের অশেষ ভালোলাগা আর ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই বিজ্ঞান বিষয়ক ভিডিও বানিয়ে থাকেন তিনি। ২০১৬-১৭ সাল থেকে তিনি টুকটাক ভিডিও বানাতেন। মাঝে করোনা মহামারী পরিস্থিতিতে ভিডিও বানানোর চিন্তা আরও প্রকটভাবে গেঁথে বসে তার মস্তিষ্কে। তাই ২০২১ সাল থেকে শুরু করে দেন প্রফেশনালভাবে ভিডিও তৈরি। এরপর থেকে তাকে সাদরে গ্রহণ করেছেন বিজ্ঞানপ্রিয় মানুষগুলো।

বিশ্বের জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক ভিডিও তৈরির চ্যানেল 'মিনিট আর্থ', 'মিনিট ফিজিক্স' অথবা 'ভেরিতাসিয়াম' এর মতো বড় চ্যানেলগুলো থেকে দেশের মানুষ সাধারণভাবে চাইলেই কিছু শিখতে পারেন না, বা বুঝে উঠতে পারেন না। কারন ভাষাগত পার্থক্য আর বিষয়গতভাবে বুঝানোর যে পন্থানুসরণ করা হয়, সেটি সকলের পক্ষে বোধগম্য না হওয়াটা স্বাভাবিক একটা বিষয়। যেদিক দিয়ে 'স্টোরি হেড' দেশের মানুষের জন্য বিশেষভাবে এগিয়ে।

বাংলা ভাষায় সহভাবে বিজ্ঞানের বিষয়গুলো বিশ্লেষণ করে তিনি যেভাবে ভিডিও তৈরি করে থাকেন তাতে করে সকল সাধারণ মানুষজন সেই বিষয়গুলো রপ্ত করতে পারে খুব সহজেই। পাশাপাশি দেশে বিজ্ঞানবিষয়ক মানসম্মত কন্টেন্ট এর বড়ই অভাব রয়েছে। যা পূরন করতে 'স্টোরি হেড' এর ইমতিয়াজ অর্ণব প্রতিনিয়ত চেষ্টা করে চলছেন।

ভিডিও বানানোই এখন ইমতিয়াজের পেশা। ভালোলাগা থেকে শুরু করা সেই ভিডিও তৈরিকেই ইমতিয়াজ এখন পেশা হিসেবে বেছে নিয়েছেন।

বিজ্ঞান ঘরনার ভিডিও তৈরিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান তিনি। বানাতে চান বিজ্ঞান নিয়ে সেরা ভিডিও সকল। জানেন না সেই উচ্চতায় পৌঁছাতে তার কত সময় লাগবে, তবে তিনি তার লক্ষ্যে পৌঁছার পানে কাজ করছেন এবং তিনি তারা অটুট লক্ষ্যে পৌঁছাবে বলে বিশ্বাস করেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে ইমতিয়াজ বলেন 'বিজ্ঞান জনরায় সেরা ভিডিও বানানোই এখন তার চূড়ান্ত লক্ষ্য।'

 

মাহমুদুল হাসান ফেনী সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

mahamudulhasan1137@gmail.com

Share if you like