বিএনপি নেতার ’অশালীন’ বক্তব্যের নিন্দা জানিয়েছে জামায়াত


এফই অনলাইন ডেস্ক | Published: September 27, 2022 19:02:20 | Updated: September 28, 2022 17:18:21


সোমবার রাজধানীতে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর ’অশালীন’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিভিন্ন অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সোমবার রাজধানীতে এক সমাবেশে জামায়াত সম্পর্কে বক্তব্য দেন এই বিএনপি নেতা। এরপর মঙ্গলবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, “ইকবাল হাসান মাহমুদ টুকু জামায়াতে ইসলামী সম্পর্কে যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তা দেশবাসীকে বিস্মিত করেছে। এটি কোনো রাজনীতিবিদের ভাষা হতে পারে না।”

আবদুল হালিম বলেন, বিএনপির এই নেতার বক্তব্য ‘স্বৈরাচারী শাসনকে’ প্রলম্বিত করার ক্ষেত্র তৈরি করবে। ”তার বক্তব্য থেকে প্রতীয়মান হয়, তিনি জনগণের ভাষা বুঝতে অক্ষম এবং তিনি জনগণের ভাষায় কথা বলতে পারেন না। আমরা তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও বেআইনি ঘোষণা সংক্রান্ত বক্তব্যটি কার স্বার্থে এবং কাকে সন্তুষ্ট করার জন্য তিনি প্রদান করেছেন- তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয় এই বিবৃতিতে।

জামায়াত নেতা বিবৃতিতে আরো বলেন, “জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ‘জামায়াত’ শব্দটিকে ‘উর্দু’ ভাষা বলে উল্লেখ করে অজ্ঞতার পরিচয় দিয়েছেন।” ”আমরা আশা করছি ভবিষ্যতে এ ধরনের অসংলগ্ন বক্তব্য প্রদান করা থেকে সংশ্লিষ্ট সকলেই বিরত থাকবেন।”

Share if you like