Loading...
The Financial Express

বিআইডব্লিটিএ-এর ছাড়পত্র ছাড়া কোনো ব্রিজ নয়: নৌ প্রতিমন্ত্রী

| Updated: January 27, 2023 18:21:14


বিআইডব্লিটিএ-এর ছাড়পত্র ছাড়া কোনো ব্রিজ নয়: নৌ প্রতিমন্ত্রী

কোন নদীর ওপর কেমন উচ্চতার সেতু বানানো যাবে, সে বিষয়ে বিআইডব্লিটিএ এর ছাড়পত্র ছাড়া কেউ ব্রিজ বানাতে পারবে না বলে ডিসিদের জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, দেশের নদীগুলোতে যেসব কম উচ্চতার সেতু বানানো হচ্ছে, সে বিষয়ে জেলা প্রশাসকদের কাছে 'স্পষ্ট বার্তা' গেছে।

চলমান জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসিদের সাথে মতবিনিময় শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “আমাদের নদীগুলোতে বিভিন্ন ধরনের জাহাজ চলাচল করে। এ ক্ষেত্রে কোন নদীতে কোন জাহাজ চলাচল করবে, সেটা মাথায় রেখেই সেতুগুলো নির্মাণ করতে হবে। সেটির ক্লিয়ারেন্স দেয় বিআইডব্লিউটিএ। এ ক্ষেত্রে তাদের অনুমোদন ছাড়া রোডস, এলজিইডি, সেতু বিভাগ কেউ যেন কোনো ব্রিজ নির্মাণ করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসকদের তদারকি করতে বলেছি।"

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, "আমরা চাই আমাদের নৌ প্রবাহ যেন ঠিক থাকে। প্রধানমন্ত্রী বলেছেন, শিরার মধ্যে যদি রক্ত প্রবাহিত না হয়, তাহলে মানুষ থেমে যাবে। তেমনি নদীমাতৃক বাংলাদেশেও পানি প্রবাহিত না হলে থেমে যাবে, দুর্বল হয়ে যাবে।"

ভারতীয় প্রমোদতরী গঙ্গা বিলাস বাংলাদেশে এলে সংশ্লিষ্ট জেলার প্রশাসকদের স্বাগত জানাতে ও নজর রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেম, "গঙ্গাবিলাস ভারত থেকে ১৩ জানুয়ারি যাত্রা করছে। ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারতে যাবে। ফেব্রুয়ারির ৪ তারিখে মোংলায় আমরা স্বাগত জানাব। জেলা প্রশাসকদের স্বাগত জানাতে বলেছি।"

প্রমোদতরীটি বাংলাদেশে প্রবেশ করলে পরিবেশের ক্ষতি হবে কী না– সেই আলোচনাকে ‘উন্নয়নবিরোধীদের প্রচারণা’হিসেবে বর্ণনা করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “একপক্ষ সবসময়ই ভালো কাজগুলোতে বিরোধিতা করেন। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণেও তারা বিরোধিতা করেছেন। আমরা মোংলায় যে গভীরতা তৈরি করছি, এতে করে সাড়ে নয় মিটার ড্রাফটের জাহাজ আমাদের বন্দরে ভিড়বে। ওই চক্রটিই বিরোধিতা করেছে।"

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামালবাহী রুশ জাহাজ মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে থাকা প্রসঙ্গ খালেদ মাহমুদ বলেন, “জাহাজটি সর্বশেষ কোথায় আছে, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। যেহেতু তাদের ওপর একটা নিষেধাজ্ঞা আছে, আমাদের পক্ষ থেকে যা করার করেছি। এখন রাশিয়া কীভাবে জাহাজটি পাঠাবে, মালামালগুলো তাদের এজেন্টরা কীভাবে নিয়ে আসবে, এটি তাদের বিষয়।"

সম্মেলনে জেলা প্রশাসকেরা উপকূলীয় অঞ্চলে যাতায়াতের সমস্যা নিয়েও কথা বলেছেস, যা ‘আমলে’ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

Share if you like

Filter By Topic