Loading...
The Financial Express

ফেইসবুক ও ইন্সটাগ্রামে ট্রাম্পকে ‘মুক্তি’ দিচ্ছে মেটা

| Updated: January 27, 2023 18:21:14


ফেইসবুক ও ইন্সটাগ্রামে ট্রাম্পকে ‘মুক্তি’ দিচ্ছে মেটা

দুই বছর ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নিয়ে ডনাল্ড ট্রাম্পের ফেইসবুক এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট আবার চালু করার ঘোষণা দিয়েছে মেটা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে জানিয়ে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ একটি বিবৃতিতে বলেছেন, রাজনীতিবিদরা কী বলছেন তা শোনার সুযোগ মানুষের থাকা উচিত।

২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটলে দাঙ্গার পর তখনকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ফেইসবুক এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।

নিক ক্লেগ বলছেন, সে সময় ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কারণ ক্যাপিটলে সহিংসতায় জড়িতদের প্রশংসা করেছিলেন ট্রাম্প।

মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্টের ভাষায়, ট্রাম্পের ওপর ওই নিষেধাজ্ঞা ছিল ‘বিশেষ এক পরিস্থিতিতে নেওয়া বিশেষ এক সিদ্ধান্ত’।

এখন, মেটা পর্যালোচনা করে দেখেছে যে, ট্রাম্পের অ্যাকাউন্ট খুলে দেওয়া হলে তা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির ‘কারণ ঘটাবে না’।

তবে অতীতে ফেইসবুকের নীতিমালা ভঙ্গের ইতিহাস থাকায় এখন নতুন করে কোনো নিয়ম ভাঙলে ট্রাম্পের ক্ষেত্রে শাস্তির মাত্রাও বড় হবে।

Share if you like

Filter By Topic