উপ নির্বাচনে প্রমাণ হয়েছে হিরো আলমের কাছেও আওয়ামী লীগ কতটা অসহায়: মির্জা ফখরুল


FE Team | Published: February 04, 2023 22:14:12 | Updated: February 05, 2023 16:20:44


উপ নির্বাচনে প্রমাণ হয়েছে হিরো আলমের কাছেও আওয়ামী লীগ কতটা অসহায়: মির্জা ফখরুল

সম্প্রতি অনুষ্ঠিত ছয় আসনের উপ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিরো আলমের (বগুড়া উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী) কাছেও আওয়ামী লীগ এখন কতটা অসহায় তা উপ নির্বাচনে প্রমাণ হয়েছে। তাকে হারাতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জিততে হয়েছে।

শনিবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে তিনি বলেন, ‘‘আজকে প্রমাণিত হয়েছে যে, আবদুস সাত্তার (উকিল আবদুস সাত্তার) যিনি দল ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাকে আওয়ামী লীগ নিজের লোক মনে করে তাকে জয়ী করতে বিরোধী প্রার্থীকে গুম করতে হয়।” খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“এই সরকারের অধীনে নির্বাচন হবে কী, সুষ্ঠু হবে কী, আপনারা ভোট দিতে পারবেন?” তার এমন প্রশ্নে এসময়ে নেতাকর্মীরা সমস্বরে ‘না’ সূচক শ্লোগান দেন।

বাজারের অবস্থা তুলে ধরে ফখরুল বলেন, ‘‘বাজারে অবস্থা আপনারা জানেন। এক লাফে গ্যাস সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বেড়েছে। আজকে মা-বোনেরা এখানে আছেন। তারা জানেন, কী কষ্ট করে তাদেরকে সংসার চালাতে হয়।”

আইএমএফের ঋণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘‘এই সরকার আমাদের ভবিষ্যতে নষ্ট করে দিয়েছে। তারা আজকে ঋণ গ্রহণ করছে। আপত্তি নাই। উন্নয়নের জন্য অবশ্যই ঋণ নিতে হবে, ঋণ নিতে হয়।”

তার অভিযোগ, ‘‘কিন্তু সেই ঋণের টাকা নিয়ে যদি পাচার করে কানাডার বেগমপাড়াতে গিয়ে বাড়ি তৈরি করেন, ঋণ এনে ফ্ল্যাট কেনেন, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি করেন তাহলে সেই ঋণের টাকা বাংলাদেশের মানুষ পরিশোধ করবে কেনে? ঋণের টাকা আনবেন আর আমাদের জনগনের পকেট কেটে টাকা নিয়ে যাবে। মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন মানুষ সরকারের পতন দেখতে চায়, পরিবর্তন দেখতে চায়।”

তিনি বলেন, ‘‘এখনও সময় আছে ক্ষমতা ছেড়ে দিন। এই আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের পতন ঘটাব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব, কারাবন্দি সকল রাজবন্দিদের মুক্ত করব।”

ভুলে ভরা পাঠাপুস্তক প্রকাশের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘‘আজকে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের ঐতিহ্য সমস্ত কিছুকে ধ্বংস করেছে। আমাদের সংসদ করেছে, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে, আমাদের ধর্মবোধকে ধ্বংস করছে।

‘‘আমাদেরকে সত্যিকার অর্থে একটা নতজানু রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করছে। এই সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে।”

শনিবারের সমাবেশ থেকে আগামী ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ ১০ দফা দাবি আদায়ে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো যে যুগপৎ আন্দোলন করছে শনিবার ছিল সেটির চতুর্থ কর্মসূচি। ঢাকাসহ ১০ বিভাগীয় সাংগঠনিক ইউনিটে একযোগে এ কর্মসূচি হয়েছে।

২৪ ডিসেম্বর থেকে জোট বেঁধে বিএনপি ও এর সমমনা দলগুলো আন্দোলন শুরু করেছে। শনিবার বিএনপির পাশাপাশি ঢাকায় গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক বাম ঐক্য, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি আলাদা আলাদা সমাবেশ করে। এসব দলও ১১ ফেব্রুয়ারি পদযাত্রার অভিন্ন কর্মসূচি ঘোষণা করে।

Share if you like